Monday, March 24, 2014

রাশিয়ার শক্তি বৃদ্ধিতে সতর্ক বার্তা ন্যাটোর


আন্তর্জাতিক ডেস্ক -
ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর ইউক্রেন সীমান্তে রাশিয়া শক্তি বৃদ্ধিকে হুমকির দৃষ্টিতে দেখছে ন্যাটোরবিবার এ নিয়ে সতর্ক বার্তা দিয়েছে ন্যাটো

ন্যাটোর ইউরোপ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিদোলভ বলেন, ন্যাটো মলদোভা ট্রান্স ডিনেস্টার অঞ্চলে বিশেষ নজরে রাখছেরাশিয়া ওই অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করায় ন্যাটো এমনটা ভাবছে বলে মনে করা হচ্ছে

এদিকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী আন্দ্রে দেশচাইতশিয়া বলেন , রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ ঝুঁকি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে
দেশচাইতশিয়া আরো বলেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কোনো নেতার সঙ্গে সংলাপ করতে চান নাপুতিন পশ্চিমা কোনো নেতার সঙ্গেও  কথা বলতে চান নাবিবিসির এক সাক্ষাতকারে তিনি এসব বলেন

এদিকে ইউরোপে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত ভ্লাদিমির চিজহোভ বলেন, রাশিয়া সম্প্রসারণ বাদী নয়রাশিয়ার নীতিতে এমনটা নেইরাশিয়া এটা চায়ও না

দিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করবে বলে প্রচার করছে ইউক্রেনের গণমাধ্যমগত কয়েকদিন ক্রিমিয়ার মানুষ বিদ্যুৎ সংকটে ভুগছেক্রিমিয়ার বিদ্যুৎ সরবরাহ হয় ইউক্রেন থেকেক্রিমেনঙ্গো নামক এক কোম্পানি ক্রিমিয়াতে বিদ্যুৎ সরবরাহ করে থাকেবিদ্যুৎ কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে, কারিগরি সমস্যার কথা
ইউক্রেন যুক্তরাষ্ট্রে কোনো সৈন্য পাঠাবে কিনাএমন সম্ভাবনার কথা নাকচ করে দেন মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামামার্কিন যুক্তরাষ্ট্র  ইউক্রেনকে সম্ভাব্য সবরকম সাহায্যে করবে বলে জানায় ওয়াশিংটনের মার্কিন নিরাপত্তা কর্মকর্তা টনি ব্লিনকেন এ কথা বলেন

No comments:

Post a Comment