Monday, March 31, 2014

বিমানবন্দরের উন্নয়ন জাপানের ১৮৩ কোটি টাকার ঋণ সহায়তা


বিমানবন্দরের উন্নয়ন ও নিরাপত্তা বাড়াতে সহায়তা দিচ্ছে জাপান। এ লক্ষ্যে নেয়া ইমপ্র“ভমেন্ট অব এয়ারপোর্ট সেফটি অ্যান্ড সিকিউরিটি সিস্টেম প্রকল্পে ২৪০ কোটি জাপানি ইয়েন অনুদান দেবে সংস্থাটি। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৮৩ কোটি টাকা। এ বিষয়ে জাপানের সঙ্গে সোমবার অনুদান চুক্তি সই করেছে সরকার। সোমবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন ও ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা চুক্তিতে সই করেন। ইরাডি সূত্র জানায়, প্রকল্পের আওতায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর ও সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন করা হবে। চারটি বিমানবন্দরে উড্ডয়ন-অবতরণ ও চলাচল নিরাপত্তা ব্যবস্থার (সিএনএস) উন্নয়ন ও আধুনিকায়ন প্রকল্পের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে চারটি বিমানবন্দরে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করবে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ২০১৬ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেয়া হচ্ছে। এ প্রকল্পের আওতায় বেবিচক কার্যালয় ও বিমান চলাচল প্রশিক্ষণ কেন্দ্রেরও আধুনিকায়ন করা হবে।

No comments:

Post a Comment