Saturday, March 22, 2014

ইসরায়েলি সৈন্যদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত


আন্তর্জাতিক ডেস্ক-  
ইসরায়েলি সৈন্যদের গুলিতে শনিবার পশ্চিম তীরে আরো চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। সেনারা হামস নিয়ন্ত্রিত পশ্চিম তীরের এক বাড়িতে ঢুকে ওই চারজরকে হত্যা করে বলে রয়টার্স জানিয়েছে।
 
এ ঘটনার পর হামাস সমর্থকরা পশ্চিম তীরের জেনিন শহরে নিহত তিন জনের লাশ নিয়ে মিছিল বের করে। এ সময় তারা ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিরুদ্ধেও শ্লোগান দেয়। এই ফিলিস্তিনি গোষ্ঠিটি ইসরায়েলকে রাষ্ট্র হিসেব স্বীকৃতি দিতে রাজি নয়। তারা শান্তি আলোচনারও বিরোধিতা করে থাকে।
 
শনিবারের হামলার সত্যতা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা জেনিনের উদ্বাস্তু শিবিরের এক বাড়িতে তল্লাশি চালানোর সময় হামজা আবু আলহিজা নামক এক হামাস জঙ্গিকে হত্যা করেছে। তাদের অভিযোগ ওই জঙ্গি আগে সেনাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এতে দুই সেনা আহত হয় বলেও তারা দাবি করেছে।
 
আলহিজার বিরুদ্ধে অভিযান চালানোর সময় বিক্ষোভরত ফিলিস্তিনিরা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে বলে অভিযোগ করেছে তেলআবিব। তখন সৈন্যরা গুলি চালিয়ে আরো  তিন জনকে হত্যা করে। এ সময় আলহিজার দুই ছেলেও আহত হয়। তাদের বাড়িটিও বিধ্বস্ত হয়েছে।
 
এর তিন দিন আগে ইসরায়েলি সেনা হামলায় পশ্চিমতীরে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছিল।

No comments:

Post a Comment