Monday, March 24, 2014

ইতালির সঙ্গে দেড়শো বছরের সম্পর্ক ছিন্ন করতে চাইছে ভেনিস


আন্তর্জাতিক ডেস্ক-

ইতালির সঙ্গে দীর্ঘ দেড়শো বছরের সম্পর্ক ছিন্ন করতে চাইছে ভেনিস। তাদের প্রস্তাবিত নতুন দেশের নাম ‘রিপাবলিকা ভেনিতা’।অবশেষে একটা সুযোগ এল গত ১৬ মার্চ। সে দিনই গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ক্রিমিয়ার অধিবাসীরা। সেই দিন থেকেই গণভোটের ব্যবস্থা হয়েছিল ভেনিসে। বেসরকারি সংস্থার মাধ্যমে সেই ভোটগ্রহণ চলেছে পাঁচ দিন ধরে। সেখানে ঊননব্বই শতাংশ মানুষ রায় দিয়েছে স্বাধীন ভেনিস রাষ্ট্রের পক্ষে।
অবশ্য বহু বছর আগে স্বাধীন দেশ হিসেবেই পরিচিত ছিল খালের শহর বলে পরিচিত রহস্যময় নগরী ভেনিস। রিপাবলিকা ডি ভেনেসিয়ার স্বাধীন গণতান্ত্রিক সরকার ছিল প্রায় হাজার বছরের পুরনো। ১৮৬৬ সালে নেপোলিয়ান ইতালির সঙ্গে জুড়ে দেন ভেনিসকে। তখন থেকেই ইতালির অংশ হিসেবে পরিচিত ভেনিস। 

No comments:

Post a Comment