Sunday, March 23, 2014

শোবিজ কন্যার দু:খ


বিনোদন ডেস্ক :
বধূ কোন আলো লাগলো চোখেসত্যি লেগেছে আলো এবার ব্যডগার্ল শার্লিনের চোখেসে স্বপ্ন দেখছে যৌনতাহীন সুন্দরেরহয়ে উঠতে চান ভালোবাসাময়এ যেন কোন সুদূর থেকে কার আমন্ত্রণসেই ডাকে সাড়া দিতে চান শার্লিনবলছেন দূর ভালো লাগছে না! অনেক হলো, আর নয়এবার আমি ভালো হতে চাইরোজ নিয়ম করে রাত্রে ডায়েরি লেখেন ব্যোমশেল শারলিন চোপড়ামনযোগ দিয়ে লিখে ফেলেন প্রতিটি দিনের কড়চা ৷কে এলো ঘরে, কে গেল ঘর ছেড়ে কে এসে মাথায় হাত বুলিয়ে, কেউ শুধু দুষ্টুমি করেই চম্পট! কিন্তু যত দিন যাচ্ছে শারলিন নাকি অনুভব করছেন তাঁর ডায়েরির পাতায় শুধু জীবন-যৌবন কাহিনি ৷ আসল শারলিন নাকি হারিয়েই গেছে!

সম্প্রতি এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে শারলিন মন খুলে বলেছেন এসব কথাই ৷ তিনি জানিয়েছেন, আমার কাজকর্ম নিয়ে বাড়ির লোকের কাছে খুব কথা শুনতে হয় ৷ কেউ-ই আমার সঙ্গে সুসম্পর্ক রাখেনি ৷ কিন্তু তাঁদের বুঝিয়ে উঠতে পারি না ৷ শো বিজনেসে টিকে থাকতে হলে এইসব করতেই হয় ৷ কথায় কথায়, শারলিন জানিয়েছেন, মাঝেমধ্যে বড় একা লাগে আমার ৷ ভালো লাগে না কিছু ৷তখনই মাথা চাড়া দিয়ে ওঠে যৌনতা ৷ তারপরই নষ্ট হয়ে যাই ৷


শারলিনের কথায় বাস্তবে তিনি খুব নরম মনের মানুষ ৷ যে আসল ভালোবাসা খুঁজে চলেছে ৷ চার বছর ধরে মা-বাবা ও ভাইবোন থেকে দূরে থেকে তিনি এখন তাঁদের মিস করেন ৷শারলিনের দুঃখ, তাঁর অভিভাবকরাও তাঁকে ভুল বোঝেনতবে এতেও দমে যাননি শারলিন ৷নিজেকে সামলে নিয়ে ঠিক করেছেন, আর নোংরামো নয় ৷কামসূত্রর মতো ছবিতে অভিনয়ও নয় ৷এবার ভালো মেয়ে হয়ে উঠতে চান শারলিন ৷ ফিরে পেতে চান সবার ভালোবাসা ও আদর ৷ডায়েরির পাতায় লিখতে চান নতুন শারলিনের নতুন কাব্য! 

No comments:

Post a Comment