Monday, March 24, 2014

মেসির হ্যাটট্রিকে ক্লাসিকো জিতল বার্সা




স্পোর্টস  ডেস্ক-

স্যান্টিয়াগো বার্নাব্যুতে ইন্দ্রপতন! ঘরের মাঠেই এল ক্লাসিকোতে হেরে বসল রিয়াল মাদ্রিদ ৷ এল ক্লাসিকোতে বিতর্ক হবে না তা কী হয়! হয়নি ৷বিতর্ক তাড়া করেছে রবিবারের রাতের এল ক্লাসিকোকে ৷ সাতটা গোল হল ম্যাচে ৷ হতে পারত আরও বেশি ৷ ঘটনার ঘনঘটা রিয়াল-বার্সা লড়াইয়ে ৷ 

সের্জিও রামোস লাল কার্ড দেখলেন ৷ ক্রিশ্চয়ানো রোনাল্ডো পেনাল্টি থেকে গোল করলেন ৷ করিম বেনজিমা আগুন জ্বাললেন শুরুতে ৷দু-দুটো গোল করলেন৷ গতি দিয়ে বার্সা ডিফেন্স নয়ছয় করলেন এঞ্জেল ডিমারিয়া ৷নাটকের যাবতীয় মশলা নিয়ে হাজির এল ক্লাসিকো৷  দিনের শেষে রোনাল্ডোকে ছাপিয়ে গেলেন লিও মেসি৷ হ্যাটট্রিক করে বার্নাব্যুতে বার্সাকে জেতালেন সেই মেসিই ৷ 

প্রথমে গোল করে এগিয়ে যায় বার্সা ৷ আন্দ্রেজ ইনিয়েস্তা এগিয়ে দেন ক্যাটালান ক্লাবকে ৷গোলের আগে ২৪টা পাস খেলে বার্সা ৷ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোড় ঘুরিয়ে দেওয়া পাস খেলার পর মেসির কিলার পাঞ্চ ৷ নিখুঁত বল বাড়ালেন ইনিয়েস্তাকে ৷ ইনিয়েস্তা বল পেয়েই বাঁ পায়ে কামান দাগলেন ৷ রিয়ালের গোলকিপার দিয়াগো লোপেজের কিছুই করার ছিল না ৷ খেলার বয়স তখন সাত মিনিট ৷

তার পাঁচ মিনিট পরই সমতা ফেরানোর মতো সুযোগ পেয়েছিলেন বেনজিমা ৷ এঞ্জেল ডিমারিয়া গোলের গন্ধমাখা বল বাড়িয়েছিলেন ফরাসি স্ট্রাইকারকে ৷ সে যাত্রায় বল উড়িয়ে দেন বেনজিমা ৷ এরপরের স্পেল রিয়ালের ৷ উইং দিয়ে পাখির মতো উড়লেন ডিমারিয়া ৷বার্সা ডিফেন্স ডিমারিয়াকে রুখতে গিয়েই তখন গলদঘর্ম ৷ডিমারিয়ার একটা ক্রস থেকে মাথা ছুঁইয়ে করিম বেনজিমা সমতা ফেরান ৷

ম্যাসচেরানোকে টপকে গোল করে যান বেনজিমা৷ভালদেজ শরীর ছুড়ে দিয়েও গোল বাঁচাতে পারেননি ৷দ্বিতীয় গোলটির ক্ষেত্রে সেই একই জুটি ৷ এক্ষেত্রেও ডিমারিয়া ও বেনজিমা৷ আর্জেন্তাইন উইংগারের সেন্টার ম্যাসচেরানো বিপদমুক্ত করতে পারেননি৷ বেনজিমা বল রিসিভ করেই বার্সার জালে বল জড়ান ৷জেরার্ড পিকেকে দায়ী করা যায় ৷বেনজিমা যখন ফাঁকায় দাঁড়িয়ে শট নিচ্ছেন তখন পিকের ঝাঁপানো উচিত ছিল ৷ 

পিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন বেনজিমা গোল করছেন ৷২৪ মিনিটে ২-১ এগিয়ে যায় রিয়াল ৷ তারপরও বেনজিমার ধাক্কায় বেসামাল বার্সা৷ রিয়াল যেমন খুশি করে বার্সাকে নাচাচ্ছে ৷ রক্ষণে বোঝাপড়া হারিয়ে ফেলেছেন ম্যাসচেরানোরা ৷ কোনোরকমে গোললাইন থেকে বল বাঁচান পিকে৷ না হলে তখনই হ্যাটট্রিক হয়ে যেত বেনজিমার ৷ বিরতির ঠিক আগে মেসি ২-২ করেন ৷এক্ষেত্রে নেইমার ও মেসির বোঝাপড়া ফুল ফোটায় ৷ 

মেসি গোলটি করার পরই ফ্যাব্রেগাস ও পেপের মধ্যে লেগে যায় ৷ দুজনেই মাথা দিয়ে গুঁতো মেরে হলুদ কার্ড দেখেন ৷ বিরতির পর মঞ্চে নামেন  রোনাল্ডো ৷ মেসি গোল করেছেন, তিনি কি চুপ থাকতে পারেন  একাধিক বার্সা ডিফেন্ডারকে বোকা বানিয়ে রোনাল্ডো ক্যাটালান ক্লাবের গেলমুখে বিপদ তৈরি করলে, তাকে ট্রিপ করে ফেলে দেন ড্যানি অ্যালভেজ ৷ রেফারি পেনাল্টি দেন ৷ তবে অ্যালভেজ বক্সের বাইরে রোনাল্ডোকে ফেলেছিলেন ৷

ওটা পেনাল্টি ছিল না ৷ যাই হোক রেফারির সিদ্ধান্তই শেষ কথা৷ পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো ৷ এরপর মেসি ম্যাজিক ৷ মাঝমাঠ থেকে আর্জেন্টাইন মহাতারকা ছবির মতো বল বাড়িয়েছিলেন নেইমারকে ৷ রিয়ালের পেনাল্টি বক্সে নেইমার পড়ে গেল রেফারি পেনাল্টি দেন ৷ এক্ষেত্রে নেইমার আদায় করেন নেন পেনাল্টি ৷ বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মার্সেলহোকে এড়িয়ে বল ধরেন ব্রাজিলীয় ৷

রামোস এগিয়ে আসছেন দেখে নেইমার বলটা নিয়ে এমনভাবে দৌড়লেন যে রামোসের সঙ্গে তার শারীরিক সংঘর্ষ কেবল সময়ের অপেক্ষা ৷ হলোও তাই ৷ লাল কার্ড দেখলেন রামোসকে ৷ রেফারি দিলেন পেনাল্টি ৷ ক্যামেরার এক অ্যাঙ্গেল থেকে মনে হয়েছে, রামোস নেইমারকে ট্রিপ করেছেন ৷আর একটি অ্যাঙ্গেল থেকে কিছুই বোঝা যায়নি ৷প্লে অ্যাক্টিং করে নেইমার পেনাল্টি আদায় করে নেন৷  পেনাল্টি থেকে গোল করে ৩-৩ করেন মেসি ৷ 

মেসির হ্যাটট্রিকের গোল আসে ৮৩ মিনিটে৷ সেটিও পেনাল্টি থেকে ৷ এক্ষেত্রে ইনিয়েস্তাকে ফাউল করেছিলেন জ্যাভি অ্যালোন্সো ৷ পেনাল্টি থেকে মেসি জাল কাঁপান ৷এই পেনাল্টিটা নিয়েও বিতর্ক থেকে যাবে ৷ বেশ কালি খরচ হবে রেফারির এহেন সিদ্ধান্ত নিয়ে৷ পেনাল্টিগুলো অবশ্য অদ্ভুত মারলেন মেসি ৷ 

এমন জায়গায় বল রাখলেন যার কুলকিনারা করতে পারেননি দিয়েগো লোপেজ৷ বার্নাব্যু থেকে তিন পয়েন্ট নিয়ে গেল বার্সেলোনা ৷ লা লিগায় বার্সা তিন নম্বরে এখন ৷ শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ ৷ দু নম্বরে রিয়াল মাদ্রিদ ৷ তিনটি দলই ২৯টি করে ম্যাচ খেলেছে ৷ অ্যাটলেটিকো ও রিয়ালের পয়েন্ট ৭০ ৷ বার্সা ৬৯ ৷

No comments:

Post a Comment