Monday, March 24, 2014

ক্রিমিয়া থেকে সেনা প্রত্যাহার ইউক্রেনের


আন্তর্জাতিক ডেস্ক-
এবার ক্রিমিয়া থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট অলেক্সান্দর তুর্কিনভ।
 
তুর্কিনভ জানান, রুশরা ইউক্রেনীয় সেনা ও তাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। তিনি চান না রুশদের হুমকির মুখে তাদের জীবন বিপন্ন হোক। যে কারণে এ নির্দেশ দেয়া হয়েছে।
 
তিনি বলেন- প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শক্রমে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ একটি সিদ্ধান্তে এসেছে। তা হলো- স্বায়ত্তশাসিত ক্রিমিয়ায় অবস্থানকারী সেনাঘাঁটি সরিয়ে নেয়া হবে। একইসঙ্গে সেখানে অবস্থাকৃত সেনা সদস্যদের পরিবারগুলোকেও সরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে।
 
জানা যায়, রুশ সেনাবাহিনী ইতোমধ্যে ক্রিমিয়ায় অবস্থিত ইউক্রেনের বেশিরভাগ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। দখলকৃত ঘাঁটিগুলোর মধ্যে ফিওদোসিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটিও রয়েছে।
 
এ মাসের শুরুতে একটি গণভোটের মাধ্যমে স্বায়ত্তশাসিত ক্রিমিয়া নিজেদের রাশিয়ার সঙ্গে যুক্ত করার ইচ্ছেকে জয়যুক্ত করে। ওই গণভোটকে ইউক্রেনের কেন্দ্রীয় সরকার অবৈধ ঘোষণা করে এবং পশ্চিমা দেশগুলো সে ঘোষণায় সায় দেয়।

No comments:

Post a Comment