Monday, March 31, 2014

পুনরায় ইনজুরির কবলে মাশরাফি



মাঠ ও মাঠের বাইরে কোনোভাবেই দুঃসময়কে পাশ কাটাতে পারছে না বাংলাদেশ ক্রিকেট দল। সেজন্যই হয়তো রুবেল হোসেনের পর দল থেকে ছিটকে পড়লেন মাশরাফি বিন মর্তুজাও। গত দুই মাসের মধ্যে তৃতীয় বারের মতো ইনজুরিতে পড়লেন নড়াইল এক্সপ্রেস। রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় চোট পান বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
 
নতুন এই ইনজুরি ধাক্কায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে আবারো দল নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কারণ মঙ্গলবার অসিদের মোকাবেলায় মাঠে নামতে পারবেন না মাশরাফি। বিসিবির কয়েকটি সূত্র থেকে এরকমটি নিশ্চিত হওয়া গেছে।
 
রোববার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার সময়েই ডান হাঁটুতে ব্যাথা অনুভব করেছিলেন মাশরাফি। তখন সেটিকে খুব বেশি গুরুত্ব দেননি তিনি। তবে রাত বাড়ার সাথে সাথে পায়ের ফোলাটা বেড়ে ওঠে তার। ফলে শেষ পর্যন্ত হোটেল ছেড়ে বাসায় যান মাশরাফি। তারপর চিকিৎসাও নেন। এদিকে মাশরাফির বদলে ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও বাঁহাতি স্পিনার আরাফাত সানির কথা ভাবছে জাতীয় দলের নির্বাচকরা।

No comments:

Post a Comment