Sunday, March 23, 2014

গজারিয়ায় ইউপি চেয়ারম্যান খুন


মুন্সীগঞ্জ প্রতনিধি-
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আজ রোববার নির্বাচনী সহিংসতায় বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন প্রধান (৬৫) নিহত হয়েছেন।

বালিয়াকান্দি ইউনিয়নের ডাক্তার আবদুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রেফায়েত উল্লাহ খানের সমর্থকরা ওই কেন্দ্রটি দখলের চেষ্টা করেন। 

প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলামের পক্ষের নেতাকর্মীরা এতে বাধা দেন। আমিরুলের পক্ষের বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন প্রধানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

এসময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করেন। গুরুতর আহত অবস্থায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার মোর্শেদ বলেছেন, নির্বাচনী সহিংসতায় একজন নিহত এবং কেন্দ্রর পরিবেশ ভোট গ্রহণের উপযোগী না হওয়ায় ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।
এদিকে গাজী টিভির প্রতিনিধি ও গজারিয়া প্রেস ক্লাব সভাপতি তুহিন আওয়ামী লীগ কর্মীদের হামলায় আহত হয়েছে।

No comments:

Post a Comment