Monday, March 24, 2014

ওপার বাঙলায় নির্বাচনের জোরসোর প্রচারণা


আন্তর্জাতিক ডেস্ক- 

মহানায়িকা সুচিত্রা সেনের  ইমেজকেই ভোটের বাজারে কাজে লাগানোর কৌশল নিয়েছেন তাঁর একমাত্র মেয়ে মুনমুন সেন। শ্রীমতি দেবভর্মা ওরফে মুনমুন সেন এবার তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য প্রার্থী। কলকাতা থেকে প্রায় তিন শ কিলোমটার দূরের লালমাটির জেলা বাঁকুড়া। সুচিত্রা সেন ছাড়া সেখানে মুনমুন সেনকে তেমন কেউই চেনে না। এ কারণে নির্বাচনী প্রচারের প্রথম দিনেই মায়ের পরিচয় দিয়ে ভোট চাইতে শুরু করলেন তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী মুনমুন সেন।

গতকাল রবিবার সন্ধ্যায় স্টেডিয়ামের প্রথম প্রচার সভায় দাঁড়িয়ে নিজের রাজনীতিতে আসা এবং ভবিষ্যত সম্পর্কে ভোটারদের কাছে ব্যাখ্যাও করেন মুনমুন। এর আগে তিনি নিজের পরিচয় দেন সুচিত্রা সেনের মেয়ে হিসেবেই। তিনি বলেন, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা খারাপ থাকাকালে মমতা ব্যানার্জি যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন সেটা মুনমুন সেনের জীবনের সেরা পাওয়া। এ কারণে রাজনীতিতে এসেছেন বলে জানান তিনি।

এদিকে, বীরভূমের তৃণমূলের সেলিব্রেটি প্রার্থী শতাব্দি রায় এবং বিজেপির সেলিব্রেটি প্রার্থী অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন জোরেসোরেই। তাদেরকে দেখতে হাজার হাজার মানুষের ভিড় পড়ছে। রবিবার বীরভূম বাসস্ট্যান্ডসংলগ্ন খেলার মাঠে সমাবেশ করেন শতাব্দি। অন্যদিকে, একই দিনে  স্কুল মাঠে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারণা চালান অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়।

এই সেলিব্রেটি প্রার্থীদের প্রচারণায় জমে ওঠে উত্তর চব্বিশ পরগনার বারাসত কেন্দ্রও। বিজেপির প্রার্থী যাদু সম্রাট পি সি সরকার রাজারহাট থেকে বারাসত চাঁপাডালি পর্যন্ত দুই দফায় র‍্যালিতে অংশ নেন। যাদু সম্রাটের সঙ্গে পথে হাঁটতে দেখা যায়  তাঁর ছোট মেয়ে মুমতাজ সরকারকেও। তাঁদের দেখতে রাস্তার দুই ধারে জমেছিল মানুষের মেলা।

বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু কিংবা মমতা ব্যানার্জি পার্থ চট্টোপাধ্যায় সিপিএম-তৃণমূল নেতাদের মধ্যে মুখ-দেখাদেখি বন্ধ থাকলেও তৃণমূলের প্রার্থী অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব রাজনীতিতে নতুন সৌজন্যের দৃষ্টান্ত দেখালেন তাঁদের  সবাইকে। ঘাটালে তাঁর প্রধান প্রতিপক্ষ সিপিএমের সন্তোষ কুমার রানার বাড়িতে চা খেতে যাবেন বলে টেলিফোনে জানিয়েছেন নিজেই। সন্তোষ কুমার রাণার দীর্ঘ বামপন্থী রাজনৈতিক জীবন। আগামীকাল ২৫ মার্চ রাতে ওই শীর্ষ বাম নেতার বাড়িতে চা বৈঠক বসছে।

এ সম্পর্কে দেব জানান, রাজ্যে এই ধরনের রাজনৈতিক সৌজন্য দৃষ্টান্ত তৈরির জন্যই তৃণমূল নেত্রী আমাকে প্রার্থী করেছেন। আর সন্তোষ কুমার রানাও তার বাড়িতে চা খাওয়ানোর সুযোগ হওয়া অভিনেতা দেব কিংবা তার প্রধান প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীর কাছে কৃতজ্ঞ। সন্তোষ বলেন, আমরা গরিব মানুষ। যতটুকু ভাল চা করে খাওয়ানো সম্ভব, সবটাই চেষ্টা করবে আমার পরিবার।

এদিকে, মেদেনীপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায় সোমবার দুপুরে তারকেশ্বর গিয়ে মহাদেব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছেন। শ্রীরামপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী গায়ক বাপি লাহিড়ি, আসানসোল আসনের প্রার্থী বাবুল সুপ্রিয় কিংবা উত্তর মালদার প্রার্থী ভূমি ব্যান্ডের সৌমিত্র রায়ও জোরেসোরে  প্রচার শুরু করেছেন। পিছিয়ে নেই হাওড়ার প্রার্থী খেলোয়ার  প্রসূন বন্দ্যোপাধ্যায়, নদীয়ার কৃষ্ণনগর আসনের অভিনেতা তাপস পাল কিংবা বালুরঘাটের তৃণমূলের নাট্যকার অপির্তা ঘোষের নির্বাচনী প্রচারও।

বিমান বসু কিংবা বদ্ধুদেব ভট্টাচার্য্যদের মতো হেভিওয়েট রাজনৈতিক নেতাদের নির্বাচনী প্রচারের খবরের চেয়েও সেলিব্রেটি প্রার্থীদের খবর বেশি প্রধান্য দিয়ে প্রকাশ করছে পশ্চিমবঙ্গের মিডিয়া হাউজগুলো। যদিও তৃণমূল প্রধান মমতা ব্যানার্জির নির্বাচনী প্রচারের খবর অন্য সবার চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে এখনও।

No comments:

Post a Comment