Friday, March 21, 2014

রহস্য এখন রহস্যই, ভারত সাগরেও মিললনা নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ


আন্তর্জাতিক ডেস্ক- 

স্যাটেলাইটে ধরা পড়া বস্তুর সূত্র ধরে মালয়েশিয়ার নিখোঁজ হওয়া বিমানের ধ্বংসাবশেষের খোঁজ পাওয়া যায়নি। দক্ষিণ ভারত মহাসাগরে চলমান বহুজাতিক তল্লাশি অভিযানে দ্বিতীয় দিন শেষে এখনো কিছুই খুঁজে পাওয়া যায়নি। 

অস্ট্রেলিয়ার সহকারী প্রধানমন্ত্রী এক ঘোষণায় এ কথা বলেন।  অভিযানের নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বলেছেন, স্যাটেলাইটে দেখা ধ্বংসাবশেষ ডুবে গিয়ে থাকতে পারে।

অস্ট্রেলিয়ার পার্থ থেকে শুরু করে ভারত মহাসাগরের ২৫০০ কিলোমিটার এলাকাজুড়ে তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া যায়নি। তবে এরপরও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবট বলেন, ‘দক্ষিণ ভারত মহাসাগরীয় এলকাটি পৃথিবীর বুকে সবচেয়ে দুর্গম এলাকা। কিন্তু এর তলায়ও যদি বিমানটির ধ্বংসাবশেষ পড়ে থাকে আমরা তা খুঁজে বের করবো।’


বুধবার বিমানটি নিখোঁজ হওয়ার ১৩ দিন পর স্যাটেলাইটের চিত্রে সাগরে দুটি বস্তু ধরা পড়ে, যা ফ্লাইট এমএইচ ৩৭০-এর ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারনা করেছিল অস্ট্রেলিয়া। 


এর আগে অস্ট্রেলিয়ার উপগ্রহের চিত্রে দক্ষিণ ভারত মহাসাগরে দু’টি বস্তু ধরা পড়ার ঘটনাকে ‘বিশ্বাসযোগ্য অগ্রগতি’ হিসেবে দাবি করেছিল মালয়েশিয়া। 

স্যাটেলাইট ইমেজে পাওয়া ভাসমান বস্তুখণ্ডের ছবির ওপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ভারত মহাসাগরের গভীরে বৃহস্পতিবার এ অনুসন্ধান অভিযান শুরু হয়।

No comments:

Post a Comment